আপনার জিজ্ঞাসা
নফল রোজার জন্য সেহরি করা বা খাওয়া কি বাধ্যতামূলক?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
বিশেষ আপনার জিজ্ঞাসার ৪৭৯তম পর্বে নফল রোজায় সেহরি খাওয়া বাধ্যতামূলক কি না, সে সম্পর্কে ঢাকা থেকে টেলিফোনে জানতে চেয়েছেন আফরোজা। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : আমি নফল রোজা রাখতে চাই। নফল রোজা রাখার জন্য কি সেহরি খাওয়া বাধ্যতামূলক?
উত্তর : সেহরি খাওয়া ফরজ বা ওয়াজিব নয়। সেহরি খাওয়া সুন্নাত। সুন্নাতে মুয়াক্কাদা। সেহরির গুরুত্ব রয়েছে, ফজিলতও রয়েছে। সেহরি কিন্তু বরকতময় এবং সেহরির ফজিলত হচ্ছে এটি যে, সেহরি সিয়াম পালনের জন্য মূলত সবচেয়ে বেশি সহযোগিতা করে। তাই সেহরি খাওয়াটা হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদা। কিন্তু কেউ যদি কোনো কারণে ভুলে সেহরি খেতে না পারেন তাহলে সিয়াম পালন করতে তাঁর কোনো ধরনের অসুবিধা বা আপত্তি নেই।
ভুল ছাড়া কেউ যদি ইচ্ছা করে সেহরি না খান, তাহলে তাঁর সিয়াম হয়ে যাবে। কিন্তু তিনি সেহরির ফজিলত থেকে বঞ্চিত হবেন। তবে ইচ্ছাকৃতভাবে যদি সেহরি না খান তাহলে তিনি হয়তো গুনাহগার হতে পারেন, যেহেতু নবী (সা.)-এর হাদিস হলো, সেহরি খাওয়া। নবী (সা.)-এর সুন্নাহকে ইচ্ছাকৃতভাবে পরিহার করা এটি গ্রহণযোগ্য কাজ নয়।