আপনার জিজ্ঞাসা
সরকারি জিপি তহবিলের টাকা সুদসহ নেওয়া যাবে কি?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৯০৮তম পর্বে সরকারি চাকরিজীবীদের জিপি ফান্ডের টাকা সুদসহ নেওয়া জায়েজ হবে কি না, সে সম্পর্কে ই-মেইলে জানতে চেয়েছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : গভর্নমেন্ট সার্ভিস (সরকারি চাকরি) যাঁরা করেন, তাঁদের বেতন থেকে জিপি ফান্ডে টাকা কাটা হয়। সার্ভিস শেষে ওই টাকা সুদসহ ফেরত দেওয়া হয়। এই সুদসহ লভ্যাংশ নেওয়া যাবে কি?
উত্তর : আপনি যদি সুদসহ গ্রহণ করতে বাধ্য হন, তাহলে আপনি গ্রহণ করতে পারেন। তবে সুদের মালিকানা আপনার সাব্যস্ত হবে না। আপনার যে মূলধন রয়েছে, সেই মূলধনের মালিকানা আপনার সাব্যস্ত হবে। বাকি সুদটুকু আপনি যেকোনো জনকল্যাণমূলক কাজে বা ভালো কাজে ব্যবহার করতে পারেন। তবে এর মালিকানা আপনার সাব্যস্ত হবে না।