আপনার জিজ্ঞাসা
মহানবী (সা.) কি কোনো নির্দিষ্ট দিনে নখ কেটেছেন?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৯০৯তম পর্বে মহানবী (সা.) কোনো নির্দিষ্ট দিনে নখ কেটেছেন কি না, সে সম্পর্কে যুক্তরাষ্ট্র থেকে ই-মেইলে জানতে চেয়েছেন মেহেরুন্নেসা। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : আমার প্রশ্ন হলো, মহানবী (সা.) কোন দিন তাঁর নখ কেটেছেন?
উত্তর : মহানবী (সা.) কোন দিন তাঁর নখ কেটেছেন, সে মর্মে সহিহ রেওয়ায়েত পাওয়া যায়নি। বিভিন্ন রেওয়ায়েতের যে উল্লেখ করা হয়ে থাকে, সেগুলোর মধ্যে যথেষ্ট বিতর্ক রয়েছে। আমরা যেকোনো দিন কাটতে পারি। মহানবী (সা.) সুনির্দিষ্ট দিবসে কেটেছেন মর্মে যে বক্তব্য দেওয়া হয়ে থাকে, সেটি শুদ্ধ নয়। অর্থাৎ কোনো নিষিদ্ধ দিবস নেই।