আপনার জিজ্ঞাসা
জানাজার নামাজ কি একাধিকবার পড়া যায়?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৯১১তম পর্বে জানাজার নামাজ একাধিকবার আদায় করা শরিয়তসম্মত কি না, সে বিষয়ে ঢাকার দক্ষিণ দনিয়ার বায়তুন নূর জামে মসজিদ থেকে চিঠিতে জানতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : জানাজার নামাজ একাধিকবার পড়া কি শরিয়তসম্মত?
উত্তর : মূলত জানাজার সালাত একাধিকবার পড়া জায়েজ রয়েছে। কিন্তু সেটা শর্তসাপেক্ষে। শর্তটা হচ্ছে, যদি কোনো প্রয়োজন দেখা দেয়, তাহলেই একাধিকবার পড়বেন। অর্থাৎ প্রয়োজনের তাগিদে।
রাসূল (সা.)-এর সুন্নাহর মধ্যে কমনলি অথবা সালফেস সালেহিনের আমলের মধ্যে কমনলি জানাজার সালাত একাধিকবার পড়ার বিষয়টি আসেনি। কিন্তু যখন প্রয়োজন, তখন একাধিকবার জানাজার সালাতটা আদায় করা যেতে পারে। সেটা হচ্ছে এমন যে, কেউ হয়তো শহরে আছেন বা শহরে কিছু বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন আছেন, যাঁরা গ্রামে যেতে পারবেন না। তাঁরা শহরে জানাজার সালাতে অংশগ্রহণ করলেন। এর পর তাঁকে গ্রামে নিয়ে দাফন করা হলো। গ্রামের লোকেরা তাঁর জানাজার সালাত আদায় করল। অর্থাৎ প্রয়োজন যখন দেখা দেবে, তখন জানাজার সালাতটা একাধিকবার পড়তে পারেন।
কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই, জানাজার সালাতটাকে একটা রাজনৈতিক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। সেটা এ রকম যে, শুধু প্রচার-প্রসারের জন্য বহুবার জানাজার সালাত পড়া হয়। একবার এই মাঠে, একবার ওই মাঠে। ঘোষণা দেওয়া হয়, ১০ বার জানাজার সালাত হবে। কারা কারা তাতে অংশগ্রহণ করবেন। চারদিকে প্রচার চালানো হয় এবং উদ্দেশ্যই থাকে ব্যাপকভাবে প্রচার-প্রচারণার। অন্য কোনো উদ্দেশ্য থাকে না। সেখানে প্রয়োজনের বিষয়টিকে খেয়াল করা হয় না। এটা রাসূল (সা.)-এর সুন্নাহ পরিপন্থী কাজ। কোনো সন্দেহ নেই, জানাজার সালাত নিয়ে এ ধরনের প্রচারণার কাজ ব্যাপকভাবে করা এবং বারবার করা সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। কিন্তু শুধু বিশেষ প্রয়োজন যদি দেখা দেয়, তাহলেই জানাজার সালাত একাধিকবার পড়ার বিষয়টি সুন্নাহ সমর্থন করে থাকে। এটাও সালফেস সালেহিনের আমল দ্বারা বোঝা যায়।
তবে যথা সম্ভব চেষ্টা করবেন এবং এ ক্ষেত্রে সুন্নাহ হচ্ছে একবারই জানাজার সালাত হবে। পরবর্তী সময়ে লোকেরা মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন। দোয়া করাটাও সুন্নাহ এবং জানাজার সালাতের মূল উদ্দেশ্যই হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া করা।
তাই জানাজার সালাতে যাঁরা অংশগ্রহণ করতে পারেননি, তাঁরা পরবর্তী সময়ে যে যেখানে, যেভাবে আছেন, সেখানে সেভাবেই দোয়া করবেন। এতে কোনো অসুবিধা নেই। দোয়ায় তাঁদের অংশগ্রহণ করতে কোনো ধরনের বাধা নেই।