আপনার জিজ্ঞাসা
জাকাতের অর্থ দানবাক্সে দেওয়া কি জায়েজ?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৭৮২তম পর্বে ই-মেইলের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, জাকাতের অর্থ দানবাক্সে দেওয়া কি জায়েজ? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : মসজিদের দানবাক্সে যে টাকা আমরা দিই, সেটা যদি জাকাতের নিয়তে দিই, তাহলে কি জাকাত আদায় হবে?
উত্তর : আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি জানতে চেয়েছেন—মসজিদের দানবাক্সে জাকাতের টাকা দিলে, সেটা আদায় হবে কি না। না, মসজিদে জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে না। জাকাতের খাতগুলো নির্দিষ্ট। এ ব্যাপারে সকল আলেম একমত যে, মসজিদে-মাদ্রাসায় জাকাতের টাকা দিলে হবে না। মসজিদ নির্মাণ কাজেও জাকাতের টাকা দিলে হবে না। মসজিদের কাজে এটা দেওয়ার রীতি নেই। আর, এটা জাকাতের প্রক্রিয়াও নয়। এ জাকাত নির্ধারিত। এটা সম্পদ থেকে বের করতে হবে। বছর শেষে হিসাব করে এর খাত যেগুলো, সেগুলো বের করে তারপর দেবেন। জাকাত আদায়ের পদ্ধতি মেনে জাকাত দেবেন। জাকাত হলো সুনির্দিষ্ট। এর আটটি খাত। সে খাতগুলোতেই দিতে হবে। তাই বলব—মসজিদ বা মাদ্রাসার উন্নয়নে জাকাতের টাকা দেওয়া যাবে না।