আপনার জিজ্ঞাসা
বিয়ের আগে পাত্র-পাত্রীর আলাদা কথা বলা কি জায়েজ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৭৮তম পর্বে সৈয়দ আমির জানতে চেয়েছেন, বিয়ের আগে পাত্র-পাত্রীর আলাদা কথা বলা কি জায়েজ? অনুলিখন করেছেন সাইফ আহমেদ।
প্রশ্ন : বিয়ের আগে পাত্র-পাত্রীর আলাদা কথা বলা কি জায়েজ?
উত্তর : ধন্যবাদ আপনাকে। আমাদের সমাজে বিয়ের কথা বার্তা হলে পাত্র-পাত্রী দেখার একটা অনুষ্ঠান হয়। সেখানে এক পর্যায়ে পাত্র-পাত্রীকে আলাদা কথা বলতে দেওয়া হয়। এই আলাদা করে কথা বলতে দেওয়ার বিষয়টি ইসলামে জায়েজ নেই। তাহলে এই মাসআলার উত্তর জানতে পেরেছেন। পাত্রকে পাত্রী দেখার অনুমোদন দিয়েছেন ঠিকই কিন্তু সেটা ঘটা করে নয়। পাত্রী দেখা যাবে, যাতে সম্পর্কে আগ্রহ সৃষ্টি হয়। কিন্তু আলাদা করে কথা বলার বিষয়টি জায়েজ নেই। এখানে শুধুমাত্র বিয়ের জন্য আকর্ষণ সৃষ্টি হওয়ার জন্য দেখার অনুমতি দিয়েছে। এই দেখে হতে পারে, সেটা শুধু মুখ। কিন্তু একান্তে কথা বলতে দেওয়ার নিয়মটি বৈধ নয়। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।