আপনার জিজ্ঞাসা
পুরুষ মানুষের পোশাক কেমন রঙের হওয়া উত্তম?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১২২তম পর্বে আয়শা খাতুন জানতে চেয়েছেন, পুরুষ মানুষের পোশাক কেমন রঙের হওয়া উত্তম? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : পুরুষ মানুষের পোশাক কেমন রঙের হওয়া উত্তম?
উত্তর : ধন্যবাদ আপনাকে। পুরুষের পোশাকের রং নিয়ে আপনি জানতে চেয়েছেন। এ ক্ষেত্রে বলব, পুরুষদের জন্য উত্তম হলো সাদা রং। উজ্জ্বল টাইপ রং পরতে পারবেন। তবে লালের ব্যাপারে না বলা আছে। লাল জামা পরা নিয়ে রাসুল (সা.) নিষেধ করেছেন। তবে, এখানে আলেমদের কথা রয়েছে। কেউ বলছেন, লালের সাথে অন্য রং মেশানো থাকলে আর সমস্যা নেই। তবে, টকটকে পরা ঠিক নয়। হলুদটাও না পরা ভালো। এ ছাড়া সাদা পরা উত্তম। আর বাকি অন্যান্য রঙের পোশাকও পরতে পারেন।

এনটিভি অনলাইন ডেস্ক