আপনার জিজ্ঞাসা
সৌদির সঙ্গে মিল রেখে ঈদ করা কি সঠিক?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার রমজানের বিশেষ আয়োজনের ২৯তম পর্বে মাসুম কুমিল্লা থেকে জানতে চেয়েছেন, সৌদির সঙ্গে মিল রেখে ঈদ করা হয় কি সঠিক? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : সৌদির সঙ্গে মিল রেখে ঈদ করা হয় কি ঠিক? এটা হাদিস সম্মত?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। বাংলাদেশের কয়েক জায়গাতেই এটা দেখা যায় যে সৌদি আরবের সঙ্গে মিল রেখে কিছু মানুষ ঈদ করছে। তারা এভাবে ঈদ করতেই পারে। এ ধরনের একটা দৃষ্টিভঙ্গি আছে। একদল লোকের এই ধরনের দৃষ্টিভঙ্গি আছে। তারা, রোজা ও ঈদ দুটোই সৌদি আরবের সঙ্গে করে থাকেন। এটি যদি শুধু মাত্র সৌদি আরবের প্রতি ভালোবাসার জন্য হয়ে থাকে তাহলে সেটি দ্বীনের ব্যাপারে এই ভালোবাসা ঠিক নয়। ভালোবাসা অবশ্যই রাখুন তবে দ্বীনকে দলিল ভিত্তিক রাখুন। ঈদ করার শর্ত হচ্ছে চাঁদ দেখা। এখন চাঁদ দেখা না গেলে আপনি কীভাবে ঈদ করবেন! একটি জনপদে চাঁদ দেখা না গেলে কীভাবে ঈদ হবে। এই বিষয়টি বুঝতে হবে।