আপনার জিজ্ঞাসা
কোরবানির পূর্বে কোন দোয়া পড়তে হয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২০২তম পর্বে মেইলের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, কোরবানির পূর্বে কোন দোয়া পড়তে হয়? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : কোরবানির পূর্বে কোন দোয়া পড়তে হয়? কোন নিয়ত করতে হয়?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। কোরবানি পশু জবাইয়ের আগে কোনো দোয়া নেই। আলাদা কোনো নিয়তও নেই। কোরবানির পশু জবাইয়ের আগে শুধু বিসমিল্লাহ বললেই হবে। কারও কারও মতে, বিসমিল্লাহর সাথে আল্লাহ হু আকবার বলতে পারেন। তাই এটিও বলতে পারেন। আর কিছু করার বা পড়ার দরকার নেই। ঈদের দিনে পশুর রক্ত প্রবাহ করাই ওইদিনের সবচেয়ে বড় ইবাদত। আল্লাহর রাস্তায় পশু কোরবানি দেওয়াটাই একমাত্র ইবাদত। অন্যকিছু নয়। এই কোরবানি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানে অন্য কোনো দোয়া কিংবা নিয়ত নেই।