জমজমের সাড়ে ৩ কোটি বোতল পানি বিতরণ
পবিত্র জমজমের পানির ৩৫ মিলিয়নেরও বেশি বোতল হজযাত্রীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সৌদি প্রেস এজেন্সি আজ শুক্রবার (১৪ জুন) এ তথ্য জানিয়েছে। তারা জানিয়েছে, মক্কাজুড়ে বসবাসকারী হজযাত্রীদের ও অভ্যর্থনা কেন্দ্রগুলোতে জমজমের পানি পৌঁছে দেওয়া হয়েছে। ৩৫ মিলিয়নেরও বেশি অর্থাৎ সাড়ে তিন কোটি বোতল বিতরণ করেছে তারা। খবর আরব নিউজের।
এদিকে আজ মিনায় অবস্থান করছেন হাজিরা। সেখানে ধ্বনিত-প্রতিধ্বনিত হচ্ছে—‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুল্ক, লা শারিকা লাক’ যার অর্থ—হে আল্লাহ, আমি হাজির আছি, আমি হাজির আছি। আপনার কোনো শরিক নেই, আমি হাজির আছি। নিশ্চয় সকল প্রশংসা ও নেয়ামত আপনারই এবং সমগ্র বিশ্বজাহান আপনার। আপনার কোনো শরিক নেই।
পবিত্র হজে এবার খুতবা দেবেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ ড. মাহের বিন হামাদ বিন মুয়াক্বল আল মুয়াইকিলি। দ্য হারামাইনের ওয়েবসাইটে চলছে খুতবার কাউন্টডাউন। সে হিসেবে আগামীকাল বাংলাদেশ সময় বিকেল ৩টা ২০ মিনিটে খুতবা শুরু হবে।