আপনার জিজ্ঞাসা
তাশাহুদ-দোয়া মাসুরা কি আল্লাহর সিফাত?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২১৪তম পর্বে টেলিফোনের মাধ্যমে নিবিরজানতে চেয়েছেন, তাশাহুদ-দোয়া মাসুরা কি আল্লাহর সিফাত? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : তাশাহুদ-দোয়া মাসুরা কি আল্লাহর সিফাত?
উত্তর : ধন্যবাদ আপনাকে। তাশাহুদ, দোয়া মাসুরা, দোয়া কনুত এইগুলো আল্লাহর কালাম বা সেফাত নয়। আল্লাহর কালাম হলো শুধুমাত্র আল-কোরআন। পবিত্র কোরআন ছাড়া আর কিছুই আল্লাহর কালাম নয়। আল্লাহর কালামের অন্তভূক্ত দোয়া এইগুলো।