আপনার জিজ্ঞাসা
নারীদের হজের নিয়ম-কানুন কেমন?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২১৫তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা মোহাম্মদপুর থেকে মোহাম্মদ নেহাল জানতে চেয়েছেন, নারীদের হজের নিয়ম-কানুন কেমন? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : নারীদের হজের নিয়ম-কানুন কেমন?
উত্তর : প্রথম কথা হচ্ছে পুরুষদের সাথে নারীদের হজের ইহরামের ক্ষেত্রে প্রার্থক্য রয়েছে। পুরুষরা ইহরামের সময় সেলাইবিহীন দুটি কাপপ পরবে। সেলাই যুক্ত কোনো জামাকাপড় পরতে পারেব না। কিন্তু নারীদের জন্য এই নিয়ম নেই। নারীরা সেলাই যুক্ত বা মুক্ত সব জামাকাপড়ই পড়তে পারবে। কোনো বাধা নেই তাদের। ইহরামের ক্ষেত্রে নারীরা দুটি জিনিস বর্জন করবে। একটি হলো নেকাব করা। এই নেকাব তারা ইহরামের সময় করতে পারবে না। আর দ্বিতীয়টি হলো, নারীরা হাতের মোজাও পরতে পারবে না। বাকি যে কোনো ধরণের সেলাই যুক্ত পোষাক পরতে পারবে। তবে, অবশ্যই সেটা ইসলামের বিধিমালা অনুসারে পরবে। এমন কিছু পরা যাবে না যা পরলে অন্যের আকর্ষণ সৃষ্টি হয়। এরপর হলো, নারীরা ইহরামের মধ্যে গোসল করবে এটা সুন্নাহ। কিন্তু যদি এই সময়ে কারো মাসিক হয়ে যায় তাহলে তিনি নামাজ পড়বেন না। তবে ইহরাম করবেন ও তালবিয়া পাঠ করবেন। পুরুষরা তালবিয়া জোরে জোরে পাঠ করবেন। মেয়েরা তালবিয়া পাঠ করবেন একেবারে আস্তে আস্তে।