মোবাইলফোনে তেলাওয়াত শুনে কোরআন খতম করা যাবে কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের ৩২১১তম পর্বে ফাহমিদা আক্তার কুমিল্লা থেকে জানতে চেয়েছেন, মোবাইলফোনে তেলাওয়াত শুনে কোরআন খতম করা যাবে কি?অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : যদি কোনো ব্যক্তি কোরআন তেলওয়াত করতে না পারেন, সেক্ষেত্রে মোবাইলফোনে তেলাওয়াত শুনে কোরআন খতম করা যাবে কি?
উত্তর : ধন্যবাদ আপনাকে। কোরআন শরিফ পড়তে না পারলে অবশ্যই খতম হবে না। তবে তিনি তেলাওয়াত শুনলে সওয়াব পাবেন। আপনি মনোযোগ দিয়ে তেলাওয়াত শুনলে আপনি শুনার সওয়াব পাবেন। এটাও এক প্রকার ইবাদত। কিন্তু খতম হবে না। খতম কিরাতের সাথে জড়িত। খতম একটি কাজ আবার তেলাওয়াত শুনা আরেকটি কাজ। দুটি ভিন্ন বিষয়। তবে আমি বলব, যিনি কোরআন শরিফ পড়তে পারেন না তারা শেখা উচিত। সবকাজ করতে পারলে কেন কোরআন পড়া শিখবেন না। আপনি চেষ্টা করেন কীভাবে শেখা যায়। মেহনত করবেন। তাহলে আশাকরি শিখে জিতে পারবেন।