আপনার জিজ্ঞাসা
কোনো বিধান সহজ না লাগলে কোন আকিদা পোষণ করব?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২৫৪তম পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, কোনো বিধান সহজ না লাগলে কোন আকিদা পোষণ করব? অনুলিখন করেছেন রেখা আক্তার।
কোনো বিধান সহজ না লাগলে কী আকিদা পোষণ করব? কী করলে মনের শক্তি বাড়বে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। এই প্রশ্নের দুটি দিক। কোনো বিধান যদি সহজ মনে না হলে চিন্তাটা কী হবে সেটা জানতে চেয়েছেন। আপনাকে মনে রাখতে হবে, আল্লাহর বিধান যাই হোক সেটা আপনাকে মানতেই হবে। আল্লাহ কোনো বিধান কঠিন করেননি। তিনি বান্দাদের জন্য সহজই করেছেন। আল্লাহর বিধানের ওপর সম্পূর্ণ রূপে সন্তুষ্ট থাকতে হবে। এখানে কোনো রকম বিরক্ত আনার সুযোগই নেই। আল্লাহর বিধানের বিরুদ্ধে যাওয়া বা বিরক্তি প্রকাশ করা এসব কুফরি। আল্লাহর কোনো বিধানই কঠিন নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আল্লাহর সবকিছুতে বিশ্বাস রাখা। যদি বিশ্বাস না রাখতে পারেন তাহলে ঈমানি শক্তিই আসবে না। আপনি অন্তরকে শক্ত করতে চাইলে বেশি বেশি আল্লাহকে ডাকুন। আল্লাহর সাহায্য চান। অন্তরকে শক্ত করতে হলে আপনি আল্লাহর প্রকৃত পরিচয় উপলব্ধি করার চেষ্টা করেন। আল্লাহর প্রতিটা বিধানের পেছনেই যে নির্দিষ্ট কারণ থাকে সেসব কিছুর ওপর আপনার জ্ঞান অর্জন করতে হবে। তাহলে বুঝবেন, শক্ত হতে পারবেন। আল্লাহর সম্পর্কে আপনার অবশ্যই ধারণা রাখতে হবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই।