আপনার জিজ্ঞাসা
৫০-৬০ লাখ টাকা লোন থাকলে কি স্বর্ণের জাকাত দিতে হবে
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২৫৭তম পর্বে ই-মেইলের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, ৫০-৬০ লাখ টাকা লোন থাকলে কি স্বর্ণের জাকাত দিতে হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
ব্যাংকে ৫০-৬০ লাখ টাকা লোন থাকলে কি স্বর্ণের জাকাত দিতে হবে? উল্লেখ, আমার স্ত্রীর ১৫-১৬ ভরি স্বর্ণ আছে। তার অন্য ইনকাম নেই। আমার ওপর নির্ভরশীল। এখন তার জাকাতের বিধান কী?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথম কথা হচ্ছে, স্ত্রীর নিকট কিসের স্বর্ণ আছে সেটা স্পষ্ট নয়। তার নিকট কি পরার গহনা আছে নাকি বার আছে দুইটা আলাদা বিষয়। আপনার এখানে পরার গহনা হয় তাহলে এক রকম, আবার গোল্ডের বার আছে সেটা আবার আলাদা ব্যাপার। বিষয়টি ক্লিয়ার করতে হবে। এরপর বলব, আপনার স্ত্রীর যদি স্বর্ণ থাকেও সেটার জাকাত আপনার ওপর আসবে না। আপনার স্ত্রীর যদি স্বর্ণ হয় তাহলে তার ওপরই জাকাত আসবে। তিনি সেটার জাকাত দেবেন। আর প্রশ্নটিও আরো স্পষ্ট করবেন।