আপনার জিজ্ঞাসা
মেয়েকে বিয়ে দেওয়া কি পিতার জন্য ফরজ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২৯৯তম পর্বে একজন থেকে জানতে চেয়েছেন, মেয়েকে বিয়ে দেওয়া কি পিতার জন্য ফরজ? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : মেয়েকে বিয়ে দেওয়া কি পিতার জন্য ফরজ? এ ছাড়া ছেলেদের বিয়ে করানোও কি পিতার জন্য ফরজ?
উত্তর : ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। মেয়ে সন্তানকে বিয়ে দেওয়া পিতার জন্য ফরজ। এই দায়িত্ব পিতার জন্য বাধ্যতামূলক। মেয়ে উপযুক্ত হলে মেয়েকে বিয়ে দেওয়া পিতার জন্য ফরজ এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ছেলেদের ক্ষেত্রে এটি ভিন্ন। ছেলেদের বিয়ে করানো পিতার জন্য ফরজ নয়। পুত্র সন্তানের দায়িত্ব পিতার ওপর বর্তাবে না। পিতার এটা দায়িত্ব নয় এটি। বরং এটি পুত্রের নিজেস্ব দায়িত্ব। যদি তার আর্থিক সামর্থ্য হয় ও একজনের দায়িত্ব নেওয়ার সক্ষমতা থাকে তাহলে পুত্রে নিজের ওপরই সেটি ফরজ। কিন্তু পিতা আর্থিক দিক দিয়ে পুত্রকে সাহায্য করতে পারে। পুত্রকে সাপোর্ট দিতে পারে। যেটা আমাদের সমাজেও প্রচলিত। কিন্তু, ইসলাম অনুসারে কোনোভাবেই পিতার জন্য ছেলেকে বিয়ে করানো বাধ্যতামূলক করেনি।