আপনার জিজ্ঞাসা
গোসলের পর গামছা দিয়ে পানি মোছা কি সুন্নাহ বিরোধী?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের ৩৩৩৪ পর্বে সালাত চলাকালীন গুরুত্বপূর্ণ কল আসলে কী করণীয় জানতে চেয়েছেন এক দর্শক। অনুলিখনে ছিলেন মোহাম্মদ সাইফ আহমেদ।
গোসলের পর গামছা দিয়ে পানি মোছা কি সুন্নাহ বিরোধী?
উত্তর : ধন্যবাদ আপনাকে প্রশ্নটির জন্য। আপনি জানতে চেয়েছেন গোসলের পর শরীরের পানি গামছা দিয়ে মোছা সুন্নাহ বিরোধী কি না! না, এটি সুন্নাহ বিরোধী নয়। কারণ, এটি হচ্ছে মূলত এমন বিষয় যেগুলো তাবিয়ার সাথে বা প্রয়োজনের সঙ্গে জড়িত। রাসুল(সা.) যেই জনপদে ছিলেন তখন তিনি খুব অল্প পানি দিয়ে অজু করতেন। তখন আর এখনকার অবস্থা কি এক নয়। তাছাড়া অনেকের পানি বেশিক্ষণ থাকলে ঠাণ্ডা লেগে যেতে পারে। সে অসুস্থ হয়ে যেতে পারে। তাই এটা নির্ভর করে প্রয়োজনের ওপর। প্রয়োজন হলে মুছতে হবে না হলে না মুছলেই হবে।

এনটিভি অনলাইন ডেস্ক