আপনার জিজ্ঞাসা
বিয়ে করলে কি অর্ধেক দ্বীন পূরন হয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩৩৩৯তম পর্বে টেলিফোনের মাধ্যমে নিবিরজানতে চেয়েছেন, বিয়ে করলে কি অর্ধেক দ্বীন পূরন হয়?অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : বিয়ে করলে কি অর্ধেক দ্বীন পূরণ হয়?
উত্তর : বিয়ে করলে কি অর্ধেক দ্বীন পূরণ হয়—এই বক্তব্যটি হাদিসে এসেছে। এটি গ্রহণযোগ্য বলতে পারেন। কিন্তু এই কথাটির পূর্ণ অর্থ বুঝতে হবে। অর্ধেক দ্বীন বলতে এখানে কী বুঝানো হয়েছে সেটা বুঝতে হবে। এখানে অর্ধেক দ্বীন মানে হলো, একজন মানুষের চারিত্রিক পবিত্রতার বিষয় হলো দ্বীনের গুরুত্বপূর্ণ অংশ। যা বিয়ের মাধ্যমে হয়। মানে বিয়ের মাধ্যমে চারিত্রিক দিক দিয়ে সে পরিপূর্ণ থাকতে পারে। চারিত্রিক দিক দিয়ে সংযত থাকতে পারে। তাই বুঝতে হবে এর আসল মানেটা কী!