ইবনে সিনার আয় বেড়েছে ১২.৭৪ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির চলতি অর্থবছরের (২০২৩-২০২৪) প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ১২ দশমিক ৭৪ শতাংশ। গতকাল শনিবার (৪ নভেম্বর) কোম্পানিটির পরিচালন সভায় প্রথম প্রান্তিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা পর এ তথ্য প্রকাশ করা হয়েছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ইবনে সিনার প্রথম প্রান্তিকে সমন্বিত ইপিএস হয়েছে ৫ টাকা ২২ পয়সা। আগের অর্থবছরের (২০২২-২০২৩) একই সময়ে (জুলাই-সেপ্টেম্বর) ইপিএস হয়েছিল ৪ দশমিক ৬৩ পয়সা। সেই হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৫৯ পয়সা বা ১২ দশমিক ২৭ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সমন্বিত শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ১ টাকা ২০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এনওসিএফপিএস ছিল ৬ টাকা ৭৫ পয়সা। চলতি অর্থবছরের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০১ টাকা ৯০ পয়সা।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর মৌজায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ প্রায় ৩০ ডেসিমেল জমি কেনার অনুমোদন করেছে। যার রেজিস্ট্রেশন ফি এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২০ লাখ টাকা।
উল্লেখ্য, ইবনে সিনার অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩১ কোটি ২৪ লাখ ৪০ টাকা। শেয়ার সংখ্যা ৩ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৬২৭টি। রিজার্ভ রয়েছে ২৭০ কোটি ৬৮ লাখ টাকা। রোববার লেনদেনের শুরুতে কোম্পানিটির শেয়ার প্রতি দর ছিল ২৮৬ টাকা।