লোকসানে স্ট্যান্ডার্ড সিরামিক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘বি’ ক্যাটাগরির স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজের ২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরে (জুলাই-জুন) লোকসান বৃত্ত আরো বেড়েছে। ফলে এবারেও ২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগের অর্থবছরেও লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। গতকাল রোববার (১৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরে স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৯ টাকা ৩ পয়সা। আগের ২০২১-২০২২ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ৯৯ পয়সা। এসময়ের ব্যবধানে লোকসান বেড়েছে ১৬ টাকা ৪ পয়সা বা ৫৩৬ শতাংশ। সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) নেগেটিভ ৯ টাকা ১০ পয়সা। আগের অর্থবছরের এনওসিএফপিএস ছিল নেগেটিভ ৯৪ পয়সা।
গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে নেগেটিভ ১৪ টাকা ৮২ পয়সা। আগের অর্থবছরে এনএভিপিএস ছিল ৬ টাকা ৬৬ পয়সা। ঘোষিত শূন্য লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর, বেলা সাড়ে ১০টায়। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ ডিসেম্বর।
লোকসান বৃদ্ধি প্রসঙ্গে কোম্পানি এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, গ্যাসের উচ্চমূল্যে, অনিয়মিত সরবরাহ ও বিদ্যুতের নিম্নচাপ সবমিলিয়ে কোম্পানির উৎপাদনকে বাধাগ্রস্ত করেছে। একই সাথে উৎপাদন কম হওয়ায় অপ্র্যাশিতভাবে বিক্রয় কমে আসে। এর প্রভাবে এনওসিএফপিএস নেগেটিভে আরো ডুবে যায়। লোকসানও আরো বাড়ে। শেয়ার প্রতি লোকসান ১৯ টাকা ৩ টাকা চলে আসে। এছাড়া করোনা (কোভিড ১৯) এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে কোম্পানিটির কার্যক্রম নিস্তেজ ছিল। এসব কারনে কোম্পানি ব্যপকভাবে ক্ষতির সম্মুখীন হয় কোম্পানিটি।
উল্লেখ্য, ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় স্ট্যান্ডার্ড সিরামিক। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৬ কোটি ৪৬ লাখ ১০ হাজার টাকা। শেয়ার সংখ্যা ৬৪ লাখ ৬০ হাজার ৬৫০টি। রোববার লেনদেন শুরুতে কোম্পানিটির শেয়ার প্রতি দর ছিল ১০৮ টাকা ৭০ পয়সা। কোম্পানিটির উদ্যোক্ত পরিচালক ৩০ দশমিক ৫০ শতাংশ শেয়ার ধারণ করেছে। এছাড়া প্রাতিষ্ঠানিক পরিচালক ৪ দশমিক শূন্য ৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ৬৫ দশমিক ৪৩ শতাংশ শেয়ার ধারণ করেছে।