চলছে সূচক পতন, ২০ মিনিটে লেনদেন ২৩০ কোটি টাকা
সূচক পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। সপ্তাহের চতুর্থ কর্মদিবস আজ বুধবার (৬ ফেব্রুয়ারি) শুরুর প্রথম ২০ মিনিটে লেনদেন ২০০ কোটি টাকা ছাড়িয়েছে। আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা যায়, শেয়ার বিক্রির চাপে লেনদেন শুরুতেই সূচক পতন ঘটে। লেনদেনে শুরু প্রথম ২০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স পতন হয় ১১ দশমিক ৫৪ পয়েন্ট। কমে ডিএসইএক্স অবস্থান করেছে ছয় হাজার ৩৩৪ দশমিক ৫১ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস কমেছে তিন দশমিক ১৮ পয়েন্ট। আর ডিএস-৩০ সূচক কমেছে ছয় দশমিক ৭৪ পয়েন্ট।
সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৫টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ২৩০ কোটি ৮৩ লাখ টাকা। লেনদেন শীর্ষে ওঠে এসেছে ফু-ওয়াং সিরামিকের শেয়ার। লেনদেন করেছে ২৪ কোটি ৩০ লাখ টাকা।
লেনদেন শীর্ষ তালিকায় স্থান পেয়েছে সেন্ট্রাল ফার্মা, খুলনা প্রিন্টিং, ওয়েস্টার্ন মেরিন, জেমিনি সী, অলিম্পিক এক্সেসরিজ, ওরিয়ন ইনফিউশন, এমারেল্ড অয়েল, আফতাব অটো ও বিডি থাইয়ের শেয়ার।