সূচকসহ লেনদেন মন্দা, ৭৭ শতাংশ কোম্পানির দরপতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ মঙ্গলবার (১২ মার্চ)। এদিন লেনদেনে অংশ নেওয়া ৭৭ শতাংশ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে। কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন ৫০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। কমেছে বাজারে মূলধন পরিমাণও।
উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল সোমবার (১১ মার্চ) এক নির্দেশনায় ডিএসইকে জানায়, পবিত্র রমজান মাস উপলক্ষে ডিএসইর লেনদেন সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হয়ে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। পোস্ট ক্লোজিং সেশন থাকবে ১টা ৩০ থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত। তবে ডিএসইর অফিস সকাল ৯টা থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে।
স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট অনুসন্ধানে দেখা যায়, ডিএসইতে লেনদেন শুরুতেই সূচক উত্থান হয়। লেনদেন শুরুর প্রথম সাত মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৭ পয়েন্ট। সেই সময় ডিএসইএক্স সূচক অবস্থান করেছিল ছয় হাজার ৭৫ পয়েন্টে। পরে সূচক কমা মুখিতে অবস্থান করে। লেনদেন শেষে ডিএসইএক্স পতন ৫১ পয়েন্ট। লেনদেন ৫৬৩ কোটি টাকা। তিনশ কোম্পানির ওপরে দরপতন হয়।
স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্রে জানা যায়, মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৫৬৩ কোটি ৫৩ লাখ টাকা। আগের কর্মদিবস সোমবার লেনদেন ৭৫৪ কোটি ১৪ লাখ টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৩৬ হাজার ৭৪৭ কোটি ৭৬ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার বাজার মূলধন ছিল সাত লাখ ৪০ হাজার ৮৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার। আজ সূচক ডিএসইএক্স ৫১ দশমিক ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ছয় দশমিক ৮৭ পয়েন্টে। ডিএসইএস সূচক ১২ দশমিক ৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩০৯ দশমিক ৯০ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৬৩ দশমিক ৮৩ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৪৫টির ও কমেছে ৩০৮টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৪৫টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে এসএস স্টিলের শেয়ার। কোম্পানিটির ৩২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ৩১ কোটি দুই লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের ৩০ কোটি ৬২ লাখ টাকা, গোল্ডেন সনের ২৬ কোটি পাঁচ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১৮ কোটি ৮৬ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৫ কোটি ১২ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ১৪ কোটি ১৩ লাখ টাকা, বেস্ট হোল্ডিংসের ১৩ লাখ টাকা, ফরচুন সুজের ১১ কোটি ৫৮ লাখ টাকা এবং আফতাব অটোর ১১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ। এদিন লেনদেনে অংশ নেওয়া ৬২ শতাংশ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে। কমেছে লেনদেনের পরিমাণ। কমেছে বাজারে মূলধনের পরিমাণও।
স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট অনুসন্ধানে দেখা যায়, সিএসইতে লেনদেনের শুরুতে প্রধান সূচক উত্থান হয়। লেনদেন শুরুর প্রথম ৪৪ মিনিটে প্রধান সূচক সিএএসপিআই উত্থান ২৩ পয়েন্ট। সেই সময় সিএএসপিআই সূচক অবস্থান করেছিল ১৭ হাজার ৪১০ পয়েন্টে। এরপর সেই সূচক পতনে অবস্থান নেয়। লেনদেন শেষে প্রধান সূচক সিএএসপিআই পতন ১২৪ পয়েন্ট। লেনদেন ছাড়িয়েছে ১৭ কোটি টাকা। ১৪৫টি বা ৬২ শতাংশ কোম্পানির দরপতন হয়।
সিএসইতে মঙ্গলবার ১৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আগের কর্মদিবস সোমবার লেনদেন হয়েছিল ২০ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৩২ হাজার ৭৩৯ কোটি ৩৯ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার বাজার মূলধন ছিল সাত লাখ ৩৪ হাজার ৪৭১ কোটি ৭৮ লাখ টাকা। সিএসই প্রধান সূচক সিএএসপিআই ১২৪ দশমিক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ২৬৩ দশমিক ২৭ পয়েন্টে। এ ছাড়া সিএসই৫০ সূচক ছয় দশমিক ৮৭ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২৩ দশমিক ৮৭ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৭৫ দশমিক শূন্য পাঁচ পয়েন্ট এবং সিএসআই সূচক ছয় দশমিক ১৯ পয়েন্ট কমেছে। সিএসইতে লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬০টির এবং কমেছে ১৪৫টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ২৮টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিমের শেয়ার। কোম্পানিটির তিন কোটি ১৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন ব্যাংকের দুই কোটি ৬৯ লাখ টাকা, এসএস স্টিলের এক কোটি ১৮ লাখ টাকা, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের এক কোটি চার লাখ টাকা, খান ব্রাদার্সেরে ৭৫ লাখ টাকা, আরডি ফুডের ৫৯ লাখ টাকা, নাভানা ফার্মার ৪৮ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের ৪৫ লাখ টাকা এবং বেস্ট হোল্ডিংসের ৪৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।