উত্থানেও বেড়েছে ৭৬ শতাংশ কোম্পানির শেয়ার দর
টানা আট কর্মদিবস পতনের পর গত বুধবারের মতো আজ বৃহস্পতিবার (২১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের উত্থান হয়েছে। ক্রেতার চাপ বাড়ায় এদিন লেনদেনে অংশ নেওয়া ৭৬ শতাংশ কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে। বেড়েছে বাজারে মূলধনসহ লেনদেনের পরিমাণ।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ লেনদেনের শুরুতেই সূচক উত্থান হয়। বেলা বাড়ায় সেই উত্থান বৃত্ত আরও বড় হয়। লেনদেন শেষে ডিএসইএক্স বেড়েছে ৬৯ পয়েন্ট। লেনদেনের পরিমাণ ৬০০ কোটি টাকার ঘরে উঠে এসেছে।
জানা যায়, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৬১০ কোটি আট লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার লেনদেন ৪২২ কোটি ৮৩ লাখ টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯২ হাজার ৫৪০ কোটি চার লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার বাজার মূলধন ছিল ছয় লাখ ৮৭ হাজার ২৭২ কোটি আট লাখ টাকার শেয়ার। আজ সূচক ডিএসইএক্স ৬৯ দশমিক শূন্য সাত পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৯৪১ দশমিক ৬৬ পয়েন্টে। ডিএসইএস ১৫ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৯৩ দশমিক শূন্য তিন পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ২৫ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৫৭ দশমিক ৭১ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩০৩টির ও কমেছে ৪৪টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৫০টির।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ। এদিন লেনদেনে অংশ নেওয়া ৭৩ শতাংশ কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে। বাজারে মূলধনসহ লেনদেনের পরিমাণ বেড়েছে। সিএসইতে বৃহস্পতিবার ১৮ কোটি ৩২ টাকার শেয়ার লেনদেন হয়। আগের কর্মদিবস বুধবার লেনদেন হয়েছিল ১৭ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ২০ হাজার ৩৩১ কোটি ২৭ লাখ টাকা। আগের কার্যদিবস বুধবার বাজার মূলধন ছিল সাত লাখ ১৫ হাজার ৭৭৮ কোটি ৪৯ লাখ টাকা। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৭৬ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৩৭ দশমিক ১৯ পয়েন্টে। এ ছাড়া সিএসই৫০ সূচক ১০ দশমিক ৬৬ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৬৪ দশমিক শূন্য দুই পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১০৫ দশমিক ৫১ পয়েন্ট এবং সিএসআই সূচক সাত দশমিক ৮০ পয়েন্ট বেড়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২৩৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭৩টির এবং কমেছে ৪৭টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ১৬টির।