সাড়ে ৩৭ মাসের নিম্ন সূচকের রেকর্ড
আজও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ বুধবার (২৯ মে) প্রধান সূচক ডিএসইএক্স সাড়ে ৩৭ মাসের মধ্যে সর্বনিম্ন পয়েন্টে অবস্থান করেছে। এদিন লেনদেনে অংশ নেওয়া ৭২ শতাংশ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে। কমেছে বাজারে মূলধন সহ লেনদেনের পরিমাণ। লেনদেন কমে তিনশ কোটি টাকার ঘরে চলে এসেছে।
অনুসন্ধানে দেখা যায়, লেনদেনের শুরুতেই আজ ডিএসইর প্রধান সূচক ছিল উত্থানমুখী। বেলা বাড়ার পর সেই উত্থান ফিরে পতনে। বুধবার দিনশেষে প্রধান সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট কমে পাঁচ হাজার ২২৮ পয়েন্টে নেমে আসে। এ ধরনের কম পয়েন্টের সূচক গত ৩৭ মাস ১৭ দিনের মধ্যে দেখেনি বিনিয়োগকারীরা। এর আগে ২০২১ সালের ১২ এপ্রিল সূচক ডিএসইএক্স পাঁচ হাজার ১৮৮ দশমিক ২৭ পয়েন্টে নেমেছিল। শেয়ার বিক্রির চাপে আজ ৭২ দশমিক ৮৯ শতাংশ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, আজ বুধবার ডিএসইতে লেনদেন হয় ৩০৬ কোটি ৬৭ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন ছিল ৪৪০ কোটি ৭২ লাখ টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৪৭ হাজার ৮৯০ কোটি ৮০ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল ছয় লাখ ৫১ হাজার ২৮৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার।
আলোচিত দিনে ডিএসইএস সূচক ১৩ দশমিক ৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৩৮ দশমিক ৯৬ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১৬ দশমিক ৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৬৯ দশমিক ৯৩ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৬৪টির ও কমেছে ২৮৬টি বা ৭২ দশমিক ৮৯ শতাংশ। শেয়ারদর পরিবর্তন হয়নি ৪৪টির।
বুধবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির ১৪ কোটি এক লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে গোল্ডেন হেভি কেমিক্যালের শেয়ার। দর বেড়েছে ১০ শতাংশ। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে দুই দশমিক ৯৯ শতাংশ।