সূচকের পতন, লেনদেনেও মন্দা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ রোববার (২ জুন)। শেয়ার বিক্রির চাপ বাড়ায় এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের দিনের তুলনায় আলোচিত এদিন কমেছে পুঁজিবাজারে মূলধনের পরিমাণ। কমেছে লেনদেনের পরিমাণও।
অনুসন্ধানে দেখা যায়, লেনদেনের শুরুতেই আজ ডিএসইর প্রধান সূচক ছিল ঊর্ধ্বমুখী। বেলা বাড়ার পর উত্থান থেকে পতনে ফিরে। দিনশেষে প্রধান সূচক ডিএসইএক্স সূচক কমেছে ১৮ পয়েন্ট। শেয়ার বিক্রির চাপে এদিন কমেছে ৫৬ শতাংশ কোম্পানির শেয়ার দর। একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধন কমেছে হাজার কোটি টাকা। লেনদেন কমে চলে এসেছে ৩৪৯ কোটি টাকার ঘরে।
ডিএসইর সূত্রে জানা যায়, আজ রোববার ডিএসইতে লেনদেন হয় ৩৪৯ কোটি ৪৯ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন ছিল ৩৭৪ কোটি ৪৮ লাখ টাকা। একদিনের ব্যবধানে লেনদেন কমেছে ২৪ কোটি ৯৯ টাকা। আলোচিত দিনে পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৪৭ হাজার ৮৯৮ কোটি ২২ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার বাজার মূলধন ছিল ছয় লাখ ৪৮ হাজার ৯২২ কোটি ৯ লাখ টাকার শেয়ার। একদিনের ব্যবধানে বাজারে মূলধন কমেছে এক হাজার ২৩ কোটি ৮৭ লাখ টাকা। আজ সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ২৩৩ দশমিক ৬৬ পয়েন্টে। ডিএসইএস সূচক ছয় দশমিক ৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৩৭ দশমিক ২৬ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক সাত দশমিক ৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৬৭ দশমিক শূন্য চার পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১২৪টির এবং কমেছে ২১৯টি বা ৫৬ দশমিক শূন্য এক শতাংশ। শেয়ার দর পরিবর্তন হয়নি ৪৮টির।
লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে বিচ হ্যাচারীর শেয়ার। কোম্পানিটির ১৩ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে হামি ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে তিন দশমিক ৪৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ।