পুঁজিবাজারে মূলধন কমলেও বেড়েছে সূচক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ সোমবার (৩ জুন)। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। আগের দিনের তুলনায় আলোচিত এদিন কমেছে পুঁজিবাজারে মূলধনের পরিমাণ। তবে বেড়েছে লেনদেনের পরিমাণও।
অনুসন্ধানে দেখা যায়, লেনদেনের শুরুতেই আজ ডিএসইর প্রধান সূচক ছিল ঊর্ধ্বমুখী। বেলা বাড়ার পর উত্থান থেকে পতনে ফিরে। তবে দিনশেষে প্রধান সূচক সামান্য উত্থান হয়। লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স সূচক বেড়েছে প্রায় দুই পয়েন্ট। এদিন বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর। একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধন কমেছে ১৮০০ কোটি টাকা। লেনদেন বেড়ে চলে এসেছে ৩৯২ কোটি টাকার ঘরে।
ডিএসইর সূত্রে জানা যায়, আজ সোমবার ডিএসইতে লেনদেন হয় ৩৯১ কোটি ৫৪ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার লেনদেন ছিল ৩৪৯ কোটি ৪৯ লাখ টাকা। আলোচিত দিনে পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৪৬ হাজার ৯৫ কোটি ৭০ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার বাজার মূলধন ছিল ছয় লাখ ৪৭ হাজার ৮৯৮ কোটি ২২ লাখ টাকার শেয়ার। আজ সূচক ডিএসইএক্স এক দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ২৩৫ দশমিক ৬৩ পয়েন্টে। ডিএসইএস সূচক এক দশমিক শূন্য পাঁচ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৩৮ দশমিক ৩১ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১০ দশমিক শূন্য পাঁচ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৫৬ দশমিক ৯৯ পয়েন্টে।
ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৮১টির এবং কমেছে ১৫৭টি। শেয়ার দর পরিবর্তন হয়নি ৫৪টির। লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার। কোম্পানিটির ১৯ কোটি আট লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে আফতাব অটোর শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৯৬ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সোনালী পেপারের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে দুই দশমিক ৯৯ শতাংশ।