সূচকসহ লেনদেন বেড়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ বৃহস্পতিবার (১৩ জুন)। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। আগের দিনের তুলনায় আলোচিত এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ। বেড়েছে পুঁজিবাজারে মূলধনের পরিমাণও।
অনুসন্ধানে দেখা যায়, লেনদেনের শুরুতেই আজ ডিএসইর প্রধান সূচক ছিল উত্থানমুখী। লেনদেন শুরুর তিন মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয়েছিল ৩৮ পয়েন্ট। বেলা বাড়ায় সেই উত্থান কমে আসে। পরে সূচক ওঠানামার মধ্যে লেনদেন চলে। দিনশেষে সূচক ডিএসইএক্স উত্থান হয় ৩৪ পয়েন্ট। এদিন বেড়েছে ২২৪টি কোম্পানির শেয়ার দর। লেনদেন বেড়ে ৪০০ কোটি টাকার ঘরে চলে এসেছে। একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধন বেড়েছে তিন হাজার ২৪৪ কোটি টাকা।
ডিএসইর সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৪২৩ কোটি ১৪ লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার লেনদেন ছিল ৩৫০ কোটি ৭৯ লাখ টাকা। আলোচিত দিনে পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৩৩ হাজার ৫৮৩ কোটি ৮৫ লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার বাজার মূলধন ছিল ছয় লাখ ৩০ হাজার ৩৪৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার।
আজ সূচক ডিএসইএক্স ৩৪ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ১১৭ দশমিক ৮১ পয়েন্টে। আগের কর্মদিবস বুধবার সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৮৩ দশমিক ১৯ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক সাত দশমিক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০৮ দশমিক শূন্য পাঁচ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ৯ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০৮ দশমিক শূন্য পাঁচ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২২৪টির ও কমেছে ১১৩টি। শেয়ার দর পরিবর্তন হয়নি ৫৯টির।
লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির ২২ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে বিডি ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে সাত দশমিক ৮৭ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ।