আইএলএফএসএলের পর্ষদ সভা বৃহস্পতিবার

আইএলএফএসএলের লোগো তাদের ওয়েবসাইট থেকে নেওয়া
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের (আইএলএফএসএল) পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির সভা আগামী বৃহস্পতিবার (২৭ জুন) বিকেল ৩টায় শুরু হবে। আজ রোববার (২৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ওই সভায় ২০২৩ সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় প্রতিবেদন অনুমোদন শেষে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে। এছাড়া একইদিনে চলতি অর্থবছরের (২০২৪) প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় প্রতিবেদনটি অনুমোদন হলে পরে তা প্রকাশ করা হবে।