সূচকের বড় উত্থান, বেড়েছে ৮৫ শতাংশ কোম্পানির দর
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচকের উত্থানে লেনদন শেষ হয়েছে আজ মঙ্গলবার (১৮ নভেম্বর)। একদিনে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৭১ দশমিক ৯২ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া ৮৪ দশমিক ৮৮ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। এদিন লেনদেন বেড়ে ৪৭৫ কোটি ৫৩ লাখ টাকার চলে এসেছে। আগের কর্মদিবস সোমবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে তিন হাজার ৯৯১ কোটি টাকা।
লেনদেন শুরুতে আজ শেয়ার কেনার চাপে সূচক উত্থান হয়েছিল। লেনদেন শুরুর প্রথম ১৯ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৭ পয়েন্ট উত্থান হয়। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ বাড়ে। এতে সূচকের উত্থান বৃত্ত আরও বড় হয়। লেনদেন শুরুর এক ঘন্টা ১২ মিনিটে সূচক ডিএসইএক্স ১০৪ পয়েন্ট উত্থান হয়। পরে সূচকের উত্থান গতি কমে আসে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের উত্থান হয় ৭১ দশমিক ৮২ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় চার হাজার ৮৪৬ দশমিক ৮৮ পয়েন্টে। ডিএসইএস সূচক ১৭ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৭ দশমিক ৬৬ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১৯ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৮৯ দশমিক ৭৭ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৪৭৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস সোমবার লেনদেন হয়েছিল ৩৪৮ কোটি পাঁচ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮২ হাজার ১৭০ কোটি ৮৫ লাখ টাকা। গতকাল সোমবার মূলধন ছিল ছয় লাখ ৭৮ হাজার ১৭৯ কোটি ৭৩ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩২০টির বা ৮৪ দশমিক ৮৮ শতাংশ, কমেছে ৩৮টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১৯টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ার। কোম্পানিটির ১৮ কোটি তিন লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লাভেলো আইসক্রিমের ১৪ কোটি ৮৯ লাখ টাকা, সোনালী পেপারের ১১ কোটি ৭১ লাখ টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১১ কোটি ৪৫ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১০ কোটি ৬৪ লাখ টাকা এবং স্কয়ার ফার্মার ১০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ছয় দশমিক ২৩ শতাংশ। অন্যদিক দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এম এল ডায়িংয়ের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক