এক ঘণ্টায় লেনদেন দুইশ কোটি টাকা, সূচক পতনে
সব ধরনের সূচক পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ শুরুর প্রথম এক ঘন্টা দুই মিনিটে বা বেলা ১১টা দুই মিনিটে লেনদেন হয়েছে ২০৬ কোটি টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া ৬৪ শতাংশ কোম্পানির শেয়ারের দর পতন হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুলাই) ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা যায়, শেয়ার বিক্রয়ের চাপে লেনদেনের শুরুতেই সূচকের পতন হয়। লেনদেন শুরুর প্রথম ১৪ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স পতন হয় ৩১ পয়েন্ট। পরে সূচকের পতন গতি কমে আসে। লেনদেনের শুরুর প্রথম এক ঘন্টা দুই মিনিটে ডিএসইএক্সের পতন হয় ১৫ দশমিক ১৯ পয়েন্ট। এ সময় ডিএসইএক্স সূচক অবস্থান করেছে পাঁচ হাজার ৫৫৩ দশমিক ২৬ পয়েন্টে।
আলোচিত সময়ে ডিএসইএস সূচক তিন দশমিক শূন্য দুই পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২১৬ দশমিক ৪৫ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক দশমিক শূন্য সাত পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৫৮ দশমিক শূন্য পাঁচ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৩টির, কমেছে ২৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ারদর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে সালভো কেমিক্যালের শেয়ার। লেনদেন করেছে আট কোটি ২৬ লাখ টাকা। এছাড়া দেশবন্ধু পলিমারের সাত কোটি ৬৯ লাখ টাকা, গ্লোবাল হেভি কেমিক্যালসের সাত কোটি ২৬ লাখ টাকা, সী পার্ল বিচের ছয় কোটি ৭৪ লাখ টাকা, আফতাব অটোর ছয় কোটি ৫০ লাখ টাকা, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের পাঁচ কোটি ৮৭ লাখ টাকা, জেমিনি সী ফুডের পাঁচ কোটি ৩৯ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের পাঁচ কোটি ৩১ লাখ টাকা, বিচ হ্যাচারীর পাঁচ কোটি ছয় লাখ টাকা এবং ওরিয়ন ইনফিউশনের চার কোটি ৮১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।