পতনে পুঁজিবাজারে মূলধন কমল ১০ হাজার কোটি টাকা
গতকাল বুধবারের মতো আজ বৃহস্পতিবারও (১১ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার লেনদেনে অংশ নেওয়া ৮৬ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগেরদিনের মতো আজও কমেছে পুঁজিবাজারে মূলধনের পরিমাণ। একদিনের ব্যবধানে আজ মূলধন কমেছে পাঁচ হাজার ৭১ কোটি টাকা। গতকালও মূলধন কমেছিল পাঁচ হাজার ১৩৯ কোটি টাকা। লেনদেন কমে আজ ৬০০ কোটি টাকার ঘরে চলে এসেছে।
ডিএসইর সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে লেনদেন হয় ৬৬৪ কোটি ২৮ লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার লেনদেন ছিল ৯৬৭ কোটি ২২ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন এক হাজার ১৯ কোটি আট লাখ টাকার ঘরে পৌঁছেছিল, যা গত ৪০ কর্মদিবসের মধ্যে এটিই (মঙ্গলবার) ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ গত ৭ মে ডিএসইত এক হাজার ১০৮ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন হয়েছিল।
বৃহস্পতিবারের এদিনে লেনদেন শেষে পুঁজিবাজারের মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬৩ হাজার ৬৫২ কোটি ৬৩ লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার মূলধন দাঁড়িয়েছিল ছয় লাখ ৬৮ হাজার ৭২৪ কোটি এক লাখ টাকা। একদিনের ব্যবধানে আজ পুঁজিবাজারে মূলধন কমেছে পাঁচ হাজার ৭১ কোটি ছয় লাখ টাকা। অপরদিক গত মঙ্গলবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৭৩ হাজার ৮৬৩ কোটি সাত লাখ টাকার শেয়ার। সেই হিসেবে দুইদিনের ব্যবধানে আজ পুঁজিবাজারে মূলধন কমেছে ১০ হাজার ২১০ কোটি ছয় লাখ টাকা।
আজ সূচক ডিএসইএক্স ৬১ দশমিক ৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫০৬ দশমিক ৭৮ পয়েন্টে। আগের কর্মদিবস বুধবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৫৬৮ দশমিক ৪৫ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক ১১ দশমিক ৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২০৭ দশমিক ৫৩ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১৫ দশমিক ৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৪২ দশমিক ৩৫ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩৬টি ও কমেছে ৩৪৩টি। শেয়ার দর পরিবর্তন হয়নি ১৮টির।
লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে সী পার্ল বিচের শেয়ার। কোম্পানিটির ৮৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে বিবিএস কেবলসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে তিন শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ।