সূচকের পতন, মূলধন কমেছে ৯৭২১ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ বুধবার (২১ আগস্ট)। বিক্রির চাপে লেনদেনে অংশ নেওয়া ৯৪ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়। একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধনের পরিমাণ কমেছে ৯ হাজার ৭২১ কোটি টাকা। তবে গত কর্মদিবস মঙ্গলবারের তুলনায় আজ লেনদেনের পরিমাণ বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩৬ কোটি ৮৩ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন ছিল ৫১৮ কোটি ৬১ লাখ টাকা। আলোচিত এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮২ হাজার ৯৩৪ কোটি ১৭ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৯২ হাজার ৬৫৫ কোটি ২৬ লাখ টাকার শেয়ার।
আজ বুধবার (২১ আগস্ট) সূচক ডিএসইএক্স ১০৮ দশমিক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬০৬ দশমিক ৯৫ পয়েন্টে। আগের কর্মদিবস মঙ্গলবার ডিএসইএক্স ছিল পাঁচ হাজার ৭১৫ দশমিক ৩৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৪৫ দশমিক ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৪৭ দশমিক ৬২ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক ২৮ দশমিক ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২০১ দশমিক ৪১ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১১টির ও কমেছে ৩৭১টির বা ৯৪ দশমিক ১৬ শতাংশ। শেয়ার দর পরিবর্তন হয়নি ১২টির।
লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে স্কয়ার ফার্মার শেয়ার। কোম্পানিটির ৭৪ কোটি ৬০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে পাঁচ দশমিক ৪৫ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ব্যাংকের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে আট দশমিক ৬৯ শতাংশ।