ডিএসইতে কমেছে লেনদেন, ৭৭ শতাংশ কোম্পানির দরপতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ সোমবার (৯ সেপ্টেম্বর)। লেনদেনে অংশ নেওয়া ৭৭ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। গত কর্মদিবস রোববারের তুলনায় আজ কমেছে লেনদেনের পরিমাণ। একদিনের ব্যবধানে বাজারে মূলধনের পরিমাণ কমেছে তিন হাজার ৪১০ কোটি টাকা।
ডিএসইর সূত্রে জানা যায়, আজ সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬২১ কোটি ৩৫ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার লেনদেন ছিল ৬৭৮ কোটি ৮২ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯১ হাজার ২৮৬ কোটি ৩৬ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৯৪ হাজার ৬৯৬ কোটি ৪৫ লাখ টাকা।
সূচক ডিএসইএক্স ৪৯ দশমিক ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬২৯ দশমিক ৫৪ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক সাত দশমিক ৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৯২ দশমিক ৫১ পয়েন্টে। ডিএসইএস সূচক ছয় দশমিক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২১৫ দশমিক ১০ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৬৭টির ও কমেছে ৩০৭টির বা ৭৬ দশমিক ৯৪ শতাংশ। শেয়ার দর পরিবর্তন হয়নি ২৫টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশের শেয়ার। কোম্পানিটির ৩২ কোটি ৩২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষে ওঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৩০ কোটি ৭৬ লাখ টাকা, এমজেএল বাংলাদেশের ২১ কোটি ১১ লাখ টাকা, স্কয়ার ফার্মার ২০ কোটি ৪০ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১৭ কোটি আট লাখ টাকা এবং অগ্নি সিস্টেমসের ১৬ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৯৩শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯২ শতাংশ।