ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ৩১০ কোটি টাকা
সব ধরনের সূচক পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ রোববার (১৫ সেপ্টেম্বর) শুরুর প্রথম দুই ঘণ্টা ১২ মিনিটে, অর্থাৎ বেলা ১২টা ১২ মিনিটে লেনদেন হয়েছে ৩১০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার। আলোচিত সময় লেনদেনে অংশ নেওয়া বেশিবভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, লেনদেনের শুরুর প্রথম ৪৯ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স পতন হয়েছিল ২২ পয়েন্ট। তখন ডিএসইএক্স সূচক অবস্থান করেছিল পাঁচ হাজার ৭০৪ পয়েন্টে। পরে সেই সূচক পতন আরও বড় হয়। লেনদেনের শুরুর প্রথম দুই ঘণ্টা ১২ মিনিটে সূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ৭৯ পয়েন্ট পতন হয়ে দাঁড়ায় পাঁচ হাজার ৬৯২ দশমিক ৭১ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক ছয় দশমিক ৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৩৯ দশমিক ২৪ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১৮ দশমিক শূন্য ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৮২ দশমিক ৬৪ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪১টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির শেয়ারদর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে সোনালী আঁশের শেয়ার। লেনদেন করেছে ১৯ কোটি চার লাখ টাকা। এছাড়া লিন্ডে বাংলাদেশের ১৫ কোটি ১১ লাখ টাকা, এনআরবি ব্যাংকের ৯ কোটি পাঁচ লাখ টাকা, গ্রামীণফোনের ৯ কোটি চার লাখ টাকা, সোনালী আঁশের আট কোটি ৯৬ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের আট কোটি ২৬ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের সাত কোটি ৫৬ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের সাত কোটি ৪০ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের সাত কোটি ছয় লাখ টাকা এবং ব্র্যাক ব্যাংকের ছয় কোটি ৬১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।