সূচকসহ বেড়েছে লেনদেন, ৬৬ শতাংশ কোম্পানির দরপতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর)। গত কর্মদিবস সোমবারের তুলনায় এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে কমেছে বাজারে মূলধনের পরিমাণ। লেনদেনে অংশ নেওয়া ৬৬ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৭১৮ কোটি ৬৩ লাখ টাকা। আগের কর্মদিবস সোমবার লেনদেন ছিল ৬৭৪ কোটি ৩৮ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯৪ হাজার ৩৭০ কোটি ১৯ লাখ টাকা। আগের কর্মদিবস সোমবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৯৪ হাজার ৪৫০ কোটি ৮৯ লাখ টাকা।
সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৭৭ দশমিক ৯৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১২ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১০৯ দশমিক ৪৫ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ১৪ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৮৮ দশমিক ১২ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯৩টির ও কমেছে ২৬২টির বা ৬৬ দশমিক ৩৩ শতাংশ। শেয়ার দর পরিবর্তন হয়নি ৪০টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোনের শেয়ার। কোম্পানিটির ৫৯ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষে ওঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংকের ৪০ কোটি ৯৩ লাখ টাকা, লিন্ড বাংলাদেশের ৩৮ কোটি ৯০ লাখ টাকা, ইবনে সিনার ৩৬ কোটি টাকা, ইসলামী ব্যাংকের ২৯ কোটি আট লাখ টাকা, একমি ল্যাবের ২১ কোটি দুই লাখ টাকা, সোনালী আঁশের ১৭ কোটি ৮২ লাখ টাকা, রবির ১০ কোটি পাঁচ লাখ টাকা, টেকনো ড্রাগসের ১০ কোটি এক লাখ টাকা এবং ইউনিলিভার কনজিউমার কেয়ারের ৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৯৪ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে গ্রামীণ ওয়ান, স্কিম টু ফান্ডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭৭ শতাংশ।