ডিএসইতে এক ঘণ্টায় লেনদেন ১৭০ কোটি টাকা, পতনে সূচক
সব ধরনের সূচক পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) শুরুর প্রথম এক ঘণ্টায়, অর্থাৎ বেলা ১১টায় লেনদেন হয়েছে ১৭০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার। বিক্রয়ের চাপ থাকায় আলোচিত সময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, লেনদেন শুরুতে ডিএসইতে ক্রেতা সংকটে পড়ে। ফলে লেনদেন শুরুতে শেয়ার বিক্রির চাপ বাড়ে। এতে লেনদেনের প্রথম ২০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স পতন হয়েছিল ৮১ পয়েন্ট। তখন ডিএসইএক্স সূচক অবস্থান করেছিল পাঁচ হাজার ৬৫৫ পয়েন্টে। সেই সূচক পতন গতি কমতে থাকে। লেনদেনের শুরুর প্রথম ৬০ মিনিটে সূচক ডিএসইএক্স ৪৯ দশমিক ২১ পয়েন্ট পতন হয়ে দাঁড়ায় পাঁচ হাজার ৬৮৭ দশমিক ২৯ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক ১৯ দশমিক ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৭৩ দশমিক ৭০ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ১২ দশমিক ৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৮২ দশমিক ১৯ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৭টির, কমেছে ২১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারদর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ার। লেনদেন করেছে ২৫ দশমিক ৭৬ কোটি টাকা। এ ছাড়া ইসলামী ব্যাংকের ১৪ কোটি চার লাখ টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংকের আট কোটি ৯১ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের আট কোটি ২৯ লাখ টাকা, গ্রামীণফোনের সাত কোটি ৩৫ লাখ টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ছয় কোটি ৯০ লাখ টাকা, ইবনে সিনার পাঁচ কোটি ৯৪ লাখ টাকা, সোনালী আঁশের চার কোটি ৩৫ লাখ টাকা, এনআরবি ব্যাংকের তিন কোটি ৯০ লাখ টাকা এবং ড্যাফোডিল কম্পিউটার্সের দুই কোটি ৪৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।