সাউথইস্ট ব্যাংকের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন
ডিজিটাল প্ল্যাটফর্মে (ভার্চ্যুয়াল) ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। শেয়ারহোল্ডারদের সম্মতির মধ্য দিয়ে গত বুধবার (২৫ সেপ্টেম্বর) এই এজিএম অনুষ্ঠিত হয়।
এদিন কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ২০২৩ সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) জন্য ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন হয়। এর মধ্যে ছয় শতাংশ নগদ এবং চার শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। এ ছাড়া আলোচিত সমাপ্ত বছরের আর্থিক বিবরণী, নিরীক্ষিত প্রতিবেদনসহ অন্যান্য এজেন্ডা অনুমোদন হয়। এজিএম সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির।
সভায় টেকসই প্রবৃদ্ধি অর্জনে ব্যাংকটির বিনিয়োগকারীদের কাছে সহযোগিতা চান ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির। এ সময় তিনি ব্যাংকের ভাবমূর্তি অক্ষুন্ন রেখে ব্যাংকের পরিচালন দক্ষতার মান ও মুনাফা বৃদ্ধির জন্য শেয়ারহোল্ডারদের পাঠানো সুচিন্তিত ও গঠনমূলক পরামর্শগুলোর বাস্তবায়নেরও প্রতিশ্রুতি দেন।
ডিজিটাল প্ল্যাটফর্মের এই এজিএমে অংশগ্রহনকারী শেয়ারহোল্ডারদের স্বাগত জানিয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুদ্দীন মো. ছাদেক হোসাইন ২০২৩ সালে সাউথইস্ট ব্যাংকের পরিচালন তথ্য তুলে ধরেন। এসময় তিনি ব্যাংকের ভবিষ্যত পরিকল্পনা এবং কৌশলগুলোর তুলে ধরেন, যা ব্যাংকের পরিচালন দক্ষতা ও সম্পদের গুনগত মান বৃদ্ধিতে বিশেষ সহায়তা করবে।
সভায় ব্যাংকের পরিচালন, মুনাফা ও ব্যবসার প্রবৃদ্ধি তুলে ধরেন। সেই তথ্যমতে, আলোচিত সমাপ্ত বছরের (২০২৩ সালে) সম্মিলিত শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা ৬৬ পয়সা। আর সম্মিলিত শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ২৪ টাকা ৯২ পয়সা। ব্যাংকের আমানতের পরিমান ৩৮ হাজার ৬৪০ কোটি টাকা ও মোট সম্পদের পরিমান ৫১ হাজার ৮৬ কোটি টাকা।
ডিজিটাল প্লাটফর্মের এই এজিএমে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আকিকুর রহমান, ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং উদ্যোক্তা পরিচালক এম এ কাশেম, ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং উদ্যোক্তা পরিচালক আজিম উদ্দিন আহমেদ, উদ্যোক্তা পরিচালক মিসেস দুলুমা আহমেদ, মিসেস জোসনা আরা কাশেম, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন, পর্ষদের পরিচালক মিসেস রেহানা রহমান, নাসির উদ্দিন আহমেদ, মো. রফিকুল ইসলাম (প্রতিনিধি পরিচালক), কোম্পানির সচিব একেএম নাজমুল হায়দারসহ শেয়ারহোল্ডাররা।