৭১ শতাংশ কোম্পানির দরপতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ রোববার (২২ ডিসেম্বর)। একদিনের ব্যবধানে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৫ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া ৭১ দশমিক ৫০ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। লেনদেন কমে আজ ৩১২ কোটি টাকায় অবস্থান করেছে। তবে আগের কর্মদিবস বুধবারের তুলনায় এদিন বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে।
জানা যায়, গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৩৫ কোটি ৫৯ লাখ টাকা। যা আজ লেনদেন হয়েছে ৩১২ কোটি ৯১ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬০ হাজার ৮৭৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার। যা আগের কর্মদিবস বৃহস্পতিবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৫৯ হাজার ২০৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার।
আজ প্রধান সূচক ডিএসইএক্স ২৫ দশমিক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ১৯৬ দশমিক ৪১ পয়েন্টে। আগের কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ২২১ দশমিক ৫৭ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক পাঁচ দশমিক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৬২ দশমিক ১৬ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক তিন দশমিক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৩৫ দশমিক ১৮ পয়েন্টে।
ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৬৬টির ও কমেছে ২৮১টির বা ৭১ দশমিক ৫০ শতাংশ। শেয়ার দর অপরিবর্তন ৪৬টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ২৫ কোটি ১৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।
লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রবি আজিয়াটার ২২ কোটি ৬২ লাখ টাকা, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১০ কোটি ৬২ লাখ টাকা, জিপিএইচ ইস্পাতের ৯ কোটি ৪৮ লাখ টাকা, ড্রাগন সোয়েটারের আট কোটি ২২ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের আট কোটি ১৬ লাখ টাকা, ফাইন ফুডসের সাত কোটি ৯১ লাখ টাকা, গ্রামীণফোনের ছয় কোটি ১৩ লাখ টাকা, ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের ছয় কোটি চার লাখ টাকা এবং বিকন ফার্মার পাঁচ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ম্যাকসন স্পিনিংয়ের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক ৯৫ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে সাত দশমিক ৬৬ শতাংশ।