নিম্নমুখী প্রধান সূচক, পাঁচ মাসের সর্বনিম্ন লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স পতনে লেনদেন শেষ হয়েছে আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর)। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। লেনদেন কমে আজ ২৭৫ কোটি টাকায় অবস্থান করেছে। আগের কর্মদিবস সোমবারের তুলনায় এদিন বাজারে মূলধনের পরিমাণ কমেছে।
জানা যায়, গত ২৪ জুলাই লেনদেন হয়েছিল ১৫৯ কোটি ৩৭ লাখ টাকা। আজ লেনদেন হয়েছে ২৭৫ কোটি ৭৬ লাখ টাকা। আজকের এই লেনদেন গত পাঁচ মাস বা ১০২ কর্মদিবসের মধ্যে সর্বনিম্ন। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ৩০৩ কোটি ২৭ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫৯ হাজার ৫৭ কোটি ৩১ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস সোমবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৫৯ হাজার ১৯৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার।
আজ প্রধান সূচক ডিএসইএক্স এক দশমিক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ১৬৯ দশমিক ৩২ পয়েন্টে। আগের কর্মদিবস সোমবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ১৭০ দশমিক ৭৯ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক দুই দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৫৮ দশমিক ৬৮ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক দশমিক ৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯২৩ দশমিক শূন্য দুই পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৫০টির ও কমেছে ১৫৯টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৮৬টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ১৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রবি আজিয়াটার আট কোটি ৮৩ লাখ টাকা, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস আট কোটি ৬৬ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের আট কোটি আট লাখ টাকা, লাভেলো আইসক্রিমের সাত কোটি ৬৯ লাখ টাকা, জিপিএইচ ইস্পাতের সাত কোটি ২১ লাখ টাকা, খান ব্রাদার্সের পাঁচ কোটি ৭১ লাখ টাকা, সান লাইফ ইন্স্যুরেন্সের পাঁচ কোটি ৩৭ লাখ টাকা, আইসিবির পাঁচ কোটি ১৩ লাখ টাকা এবং ইসলামী ব্যাংকের চার কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে এইচ আর টেক্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে পাঁচ দশমিক ৯৬ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এসকে ট্রিমসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৪৫ শতাংশ।