তিন সিকিউরিটিজের অসঙ্গতি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি সিকিউরিটিজ হাউজের কার্যক্রমে অসঙ্গতি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এই তদন্ত কমিটিতে রয়েছেন- বিএসইসির অতিরিক্ত পরিচালক মো. ওহিদুল ইসলাম, সহকারী পরিচালক মো. মতিউর রহমান এবং সহকারী পরিচালক মো. সাগর ইসলাম। কমিটিতে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে বিএসইসি।
সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টিলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন থেকে এই সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে। বিএসইসির এক উর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছে। তিনি বলেন, যাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেইসব সিকিউরিটিজগুলো হলো- পিএফআই সিকিউরিটিজ, প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ এবং শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট। এর ধারাবাহিকতায় বিএসইসির জারি করা এই আদেশ তিন সিকিউরিটিজ হাউজের ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো হয়েছে।
জারি করা আদেশে বলা হয়, পুঁজিবাজার এবং সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে পিএফআই সিকিউরিটিজ, প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ এবং শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্টের সার্বিক কার্যক্রম পরিদর্শন করা প্রয়োজন। তাই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ আইন- ২০২০ এর বিধি ১৭ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত) বিধিমালা ২০০০ এর বিধি ১৫ ও ১৬-এ প্রদত্ত ক্ষমতাবলে কমিশন কর্তৃক তিন কর্মকর্তাকে সিকিউরিটিজ হাউজগুলোর কার্যক্রম তদন্ত করার জন্য নিয়োগ দেওয়া হলো।
এ প্রসঙ্গে আজ বুধবার (২৫ ডিসেম্বব) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, সিকিউরিটিজ হাউজগুলোর কার্যক্রমে কোনো অসঙ্গতি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়। তিনি বলেন, কমিটি তদন্ত কার্যক্রম সম্পন্ন করে, সেই প্রতিবেদন কমিশনের কাছে দাখিল করবে। তদন্ত প্রতিবেদনে কোনো অসঙ্গতি পাওয়া গেলে সে অনুযায়ী কমিশন ব্যবস্থা নেবে।