আরএফএলের ২৩ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন
ডিজিটাল প্ল্যাটফর্মে (ভার্চ্যুয়াল) ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের রংপুর ফাউন্ড্রী (আরএফএল)। শেয়ারহোল্ডারদের সম্মতির মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এই এজিএম অনুষ্ঠিত হয়।
এদিন কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ২০২৩-২৪ সমাপ্ত বছরের (জুলাই-জুন) জন্য ২৩ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন হয়। আলোচিত সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণী, নিরীক্ষকদের প্রতিবেদন, পরিচালকদের প্রতিবেদন,পরিচালক নির্বাচন, নিরীক্ষক নিয়োগ ও তাদের পারিশ্রমিক নির্ধারণ, কর্পোরেট গভর্নেন্স নিরীক্ষক নিয়োগ ও তাদের পারিশ্রমিক নির্ধারণ এজেন্ডা অনুমোদন হয়। এ ছাড়া সহপ্রতিষ্ঠানগুলোর সাথে সাময়িক ঋণ/অথবা কর্পোরেট গ্যারান্টি সম্পর্কিত পারস্পরিক লেনদেন এজেন্ডা অনুমোদন হয়। এজিএম সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আহসান খান চৌধুরী।
সভায় বিনিয়োগকারীরা বিগত বছরগুলোতে কোম্পানির উল্লেখযোগ্য অগ্রগতির জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ দেন। একইসঙ্গে কোম্পানির ব্যবসা পরিচালনায় উন্নয়নের জন্য কতিপয় মূল্যবান মতামত রাখেন। কোম্পানির বিনিয়োগকারীদের অব্যাহত সমর্থন আহ্বান এবং সভার চেয়ারম্যানের প্রতি ধন্যবাদের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত হয়।
সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রথীন্দ্র নাথ পাল, পরিচালক সাবিহা আমজাদ, পরিচালক চৌধুরী কামরুজ্জামান, পরিচালক (স্বতন্ত্র) মো. আব্দুস সালাম, পরিচালক (অর্থ) উজমা চৌধুরী, পরিচালক (হিসাব) চৌধুরী আতিয়ুর রাসুল, প্রধান অর্থ কর্মকর্তা কিশোর কুমার দেবনাথ, কোম্পানি সচিব মোহাম্মদ আমিনুর রহমান ও শেয়ারহোল্ডাররা।