এক সপ্তাহে ডিএসইতে মূলধন কমেছে ১০ হাজার ৫০১ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে পার করল গত সপ্তাহ (১৪ থেকে ১৮ ডিসেম্বর)। সপ্তাহটিতে ডিএসইতে লেনদেন কমেছে। ডিএসইতে মূলধন কমেছে। সপ্তাহটিতে ৮১ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আগের সপ্তাহ (৭ থেকে ১১ ডিসেম্বর) থেকে বিদায়ী সপ্তাহে লেনদেন পরিমাণ কমেছে ৫৩৮ কোটি ৪৬ লাখ টাকা। আর মূলধন পরিমাণ কমেছে ১০ হাজার ৫০১ কোটি ৬৪ লাখ টাকা।
গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ৫৪৯ কোটি ৫৪ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল দুই হাজার ৮৮ কোটি টাকা। আলোচিত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৩৮৭ কোটি ৩৮ লাখ ৬০ হাজার টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৪১৭ কোটি ৬০ লাখ ১০ হাজার টাকা। গত বৃহস্পতিবার পুঁজিবাজার মূলধন দাঁড়ায় ছয় লাখ ৭৫ হাজার ৮৬৬ কোটি ৫৮ লাখ ৯০ হাজার টাকায়। আগের সপ্তাহের ১১ ডিসেম্বর এই মূলধন ছিল ছয় লাখ ৮৬ হাজার ৩৬৮ কোটি ২২ লাখ টাকায়। গেল সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ৪১৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৩২টির শতাংশ, দর কমেছে ৩৩৫টির বা ৮১ দশমিক ১১ শতাংশ ও অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির। লেনদেন হয়নি ২৪টি কোম্পানির শেয়ার।
এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩২ দশমিক ৪২ পয়েন্ট কমে দাঁড়ায় চার হাজার ৮৩১ দশমিক ৪১ পয়েন্টে। ডিএসই৩০ সূচক ৪৩ দশমিক ৪৩ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৮৫৯ দশমিক ৮৬ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস ৩৩ দশমিক ৬৬ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার দশমিক ৮১ পয়েন্টে। এ ছাড়া ডিএসএমইএক্স সূচক ২৪ দশমিক ৪৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৮৫৯ দশমিক ৪৩ পয়েন্টে।

নিজস্ব প্রতিবেদক