প্রধান সূচকের উত্থান, লেনদেনও বেড়েছে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/01/30/dse-.jpg)
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি)। এক কর্মদিবসের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে দশমিক ৩৮ পয়েন্ট। লেনদেন বেড়ে আজ ৩৮৯ কোটি টাকার ঘরে চলে এসেছে। আগের কর্মদিবস বুধবারে বাজার তুলনায় এদিন পুঁজিবাজারে মূলধনের পরিমাণ বেড়েছে ২ হাজার ৪৩২ কোটি টাকা। তবে এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
জানা গেছে, গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৩১৪ কোটি ১৬ লাখ টাকা। আজ বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৩৮৯ কোটি ৯৪ লাখ টাকা। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬৪ হাজার ৮২৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বুধবার মূলধন ছিল ছয় লাখ ৬২ হাজার ৩৯৩ কোটি তিন লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১২০টির ও কমেছে ২১৯টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৫৬টির।
এদিন ডিএসইএক্স দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে হয়েছে পাঁচ হাজার ১১২ দশমিক ৮৯ পয়েন্টে। আগের কর্মদিবস বুধবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ১১২ দশমিক ৫১ পয়েন্টে। আজ ডিএস৩০ সূচক সাত দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯০৩ দশমিক ৮৪ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক তিন দশমিক ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৩৩ দশমিক ৯৭ পয়েন্টে।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমসের শেয়ার। কোম্পানিটির ২০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংকের ১২ কোটি ৬৫ লাখ টাকা, এমজেএল বাংলাদেশের ১০ কোটি সাত লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের ৯ কোটি ৯৩ লাখ টাকা, খান ব্রাদার্সের ৯ কোটি ৭৩ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ৯ কোটি ৩৯ লাখ টাকা, এনআরবি ব্যাংকের আট কোটি ৩২ লাখ টাকা, ওরিয়ন ফার্মার আট কোটি ৩১ লাখ টাকা, রবির সাত কোটি ৬৭ লাখ টাকা এবং লাভেলো আইসক্রিমের সাত কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১২ দশমিক ২৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৬০ শতাংশ।