ডিএসইর ৮৪ দিনের সেরা লেনদেন আজ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৫১৯ কোটি টাকা ছাড়িয়েছে আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি)। এই পরিমাণ লেনদেন চলতি বছরের সেরা হিসেবে গণ্য হয়েছে। এছাড়া আজকের এই লেনদেন গত দুই মাস ২৪ দিনের মধ্যে সেরা। আগের কর্মদিবস সোমবারের তুলনায় এদিন পুঁজিবাজারে মূলধনের পরিমাণ বেড়েছে।
আজ ডিএসইতে সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এক কর্মদিবসের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৭ দশমিক ৭৬ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে।
জানা গেছে, গতকাল সোমবার লেনদেন হয়েছিল ৪২০ কোটি ৬৫ লাখ টাকা। আজ লেনদেন হয়েছে ৫১৯ কোটি ৫৫ লাখ টাকা। কিন্তু গত বছরের ১৮ নভেম্বর লেনদেন হয়েছিল ৫৫১ কোটি ৩২ লাখ টাকা। আজকের এই লেনদেন গত দুই মাস ২৪ দিন বা ৫৮ কার্যদিবসের মধ্যে সেরা।
আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮৪ হাজার ৪২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস সোমবার মূলধন ছিল ছয় লাখ ৮২ হাজার ৫৫৭ কোটি ৩১ লাখ টাকার শেয়ার। এক কর্মদিবস ব্যবধানে বাজারে মূলধন বেড়েছে এক হাজার ৪৮৫ কোটি ৩৯ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২১৫টির ও কমেছে ১১৯টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৬৫টির। আজ ডিএসইএক্স ১৭ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে হয়েছে পাঁচ হাজার ১৯২ দশমিক শূন্য পাঁচ পয়েন্টে। আগের কর্মদিবস সোমবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ১৭৪ দশমিক ২৮ পয়েন্টে। আজ ডিএস৩০ সূচক এক দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯১৪ দশমিক শূন্য ছয় পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক তিন দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৫২ দশমিক ৭০ পয়েন্টে।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে পূবালী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ১৯ কোটি ৬২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী পেপারের ১২ কোটি ২৮ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ৯ কোটি ৪২ লাখ টাকা, ট্রাস্ট ব্যাংকের ৯ কোটি ৩৬ লাখ টাকা, সিটি ব্যাংকের ৯ কোটি ৩১ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ৯ কোটি ১৩ লাখ টাকা, ডাচ্-বাংলা ব্যাংকের ৯ কোটি চার লাখ টাকা, বিচ হ্যাচারির আট কোটি ৫৮ লাখ টাকা, বেস্ট হোল্ডিংয়ের সাত কোটি ৯৪ লাখ টাকা ও আলহাজ টেক্সটাইলের ছয় কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে পেপার প্রসেসিংয়ের শেয়ার। কোম্পানিটির দর কমেছে চার দশমিক ১২ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এম এল ডায়িংয়ের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।