মাকে ঢাকা ব্যাংকের শেয়ার উপহার দিলেন মির্জা ইয়াসির আব্বাস
মাকে উপহার হিসেবে ঢাকা ব্যাংকের শেয়ার দিয়েছেন মির্জা ইয়াসির আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ছেলে তিনি। আজ বুধবার (৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
তথ্য অনুযায়ী, ঢাকা ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের পরিচালক মির্জা ইয়াসির আব্বাস তার মা আফরোজা আব্বাসকে তিন কোটি ১৩ লাখ শেয়ার উপহার হিসেব দিয়েছেন। যার বাজারমূল্য প্রায় ৩৬ কোটি টাকা। এর আগে গত রোববার ডিএসইর মাধ্যম মাকে উল্লেখিত পরিমাণ শেয়ার দেওয়ার ঘোষণা দেন মির্জা ইয়াসির আব্বাস।
অপরদিক আজ বুধবার ঢাকা ব্যাংকের আরেক পরিচালক রুকসানা জামান তার স্বামী এটিএম হায়াতুজ্জামান খানকে ৪৬ লাখ শেয়ার উপহার হিসেবে দেওয়ার সিদ্ধান্ত জানান। এটিএম হায়াতুজ্জামান ব্যাংকটির একজন উদ্যোক্তা। আজকের শেয়ার দর ১১ টাকা ৩০ পয়সা হিসেবে উপহারের এই শেয়ারের দাম হবে পাঁচ কোটি ১৯ লাখ ৮০ হাজার টাকা।
উল্লেখ্য, আফরোজা আব্বাস ঢাকা ব্যাংকের একজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার। তার স্বামী মির্জা আব্বাস ব্যাংকটির প্রতিষ্ঠাতা ও সাবেক উপদেষ্টা। ছেলের এই শেয়ার হস্তান্তরের মাধ্যমে ব্যাংকটির প্রায় ৩ শতাংশের মালিকানা পেলেন আফরোজা আব্বাস।
২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ঢাকা ব্যাংক। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটির অনুমোদিত মূলধন দুই হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন এক হাজার ৫৬ কোটি ৯৩ লাখ ২০ টাকা। শেয়ার সংখ্যা ১০৫ কোটি ৬৯ লাখ ৩২ হাজার ৩৪৯টি। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ার সরকারের হাতে ৪০ দশমিক ৯২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১২ দশমিক শূন্য তিন শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৭ দশমিক শূন্য পাঁচ শতাংশ রয়েছে। আজ বুধবার শেয়ারপ্রতি দর দাঁড়িয়েছে ১১ টাকা ৩০ পয়সা।

নিজস্ব প্রতিবেদক