ডিএসই : দুই খাতে লেনদেন ২২ শতাংশ, শীর্ষে সাধারণ বিমা

সদ্য সমাপ্ত সপ্তাহে (৫ থেকে ৯ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সাধারণ বিমা খাতের কোম্পানিগুলোর শেয়ার। এতে খাতটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে। পরের অবস্থানে ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান। এই দুই খাতে লেনদেন হয়েছে ২১ দশমিক ৭৩ শতাংশ।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সদ্য সমাপ্ত সপ্তাহে লেনদেন হয়েছে তিন হাজার ২৮৫ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা। দৈনিক গড় লেনদেন ছিল ৬৫৭ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকা। পুঁজিবাজারে ২১টি খাতে রয়েছে ৪১৩টি প্রতিষ্ঠান। এর মধ্যে সাধারণ বিমা ও ওষুধ রসায়ন—এই দুই খাতের ৭৭টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে ৭১৩ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার। বাকি ১৯ খাতের ৩৩৬টি প্রতিষ্ঠানে দুই হাজার ৫৭২ কোটি ৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শীর্ষ অবস্থানে থাকা সাধারণ বিমা খাতের ৪৩টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে ৩৮৪ কোটি ৫৮ লাখ টাকা। দৈনিক গড় লেনদেন হয়েছে ৭৬ কোটি ৯১ লাখ ৬০ হাজার টাকা, যা ডিএসইর মোট লেনদনের ১১ দশমিক ৭১ শতাংশ। লেনদেনে খাতটি শীর্ষ অবস্থানে রয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। এই খাতের ৩৪টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে ৩২৮ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার, যা মোট লেনদেনের ১০ দশমিক শূন্য দুই শতাংশ। লেনদেনে তৃতীয় অবস্থানে রয়েছে বস্ত্র খাত। এই খাতের ৫৮টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে ৩২৬ কোটি পাঁচ লাখ ৫০ হাজার টাকার শেয়ার, যা মোট লেনদেনের ৯ দশমিক ৯৩ শতাংশ।
এছাড়া মোট লেনদেনের ৯ দশমিক ২০ শতাংশ হয়েছে ব্যাংক খাতে, জীবন বিমা খাতে ৯ দশমিক ১৭ শতাংশ, প্রকৌশল খাতে আট দশমিক ২২ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ছয় দশমিক ৩৬ শতাংশ, জ্বালানি ও শক্তি খাতে ছয় দশমিক ২৮ শতাংশ, বিবিধ খাতে পাঁচ দশমিক ৮৩ শতাংশ, আইটি খাতে চার দশমিক ৩০ শতাংশ, পেপার ও প্রিন্টিং খাতে চার দশমিক ২৮ শতাংশ, সেবা ও আবাসন খাতে তিন দশমিক শূন্য আট শতাংশ, টেলিকম খাতে দুই দশমিক ৭৮ শতাংশ, নন ব্যাংক আর্থিক খাতে এক দশমিক ৮৬ শতাংশ, চামড়া খাতে এক দশমিক ৮৫ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে এক দশমিক ২৩ শতাংশ, মিউচুয়াল ফান্ডের খাতে এক দশমিক৮৯ শতাংশ, সিমেন্ট খাতে শূন্য দশমিক ৬৬ শতাংশ, পাট খাতে শূন্য দশমিক ৬৯ শতাংশ, সিরামিক খাতে শূন্য দশমিক ৬৬ শতাংশ এবং করপোরেট বন্ড খাতে শূন্য দশমিক শূন্য দুই শতাংশ লেনদেন হয়েছে।