লেনদেন বাড়লেও কমেছে প্রধান সূচক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বেড়ে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) ৪৫১ কোটি টাকায় চলে এসেছে। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। এদিন পতন হয়েছে ডিএসইর প্রধান সূচকের। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে দুই দশমিক ৭২ পয়েন্ট। আগের কর্মদিবস সোমবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে।
ডিএসইতে শেয়ার কেনার চাপে আজ লেনদেন শুরুর প্রথম ১৩ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় ২০ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান গতি আরও বাড়ে। লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা ২৬ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় ৩৫ পয়েন্ট। সেই উত্থান পরে পতনে ফিরে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের পতন হয় দুই দশমিক ৭২ পয়েন্ট। সূচকটি কমে দিন শেষে দাঁড়ায় পাঁচ হাজার ৮৪ দশমিক ১২ পয়েন্টে। ডিএসইএস সূচক এক দশমিক ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭১ দশমিক ১৫ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক চার দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৭৩ দশমিক ৫৫ পয়েন্টে।
আরও পড়ুন : লভ্যাংশ দেবে আমান ফিড
আজ লেনদেন হয়েছে ৪৫১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস সোমবার লেনদেন হয়েছিল ৩৯৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯৮ হাজার ১০২ কোটি ৬৫ লাখ টাকা। গতকাল সোমবার মূলধন ছিল ছয় লাখ ৯৯ হাজার ৪৬১ কোটি ৪৬ লাখ টাকা। এদিন লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১৯৯টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬৬টির।
আরও পড়ুন : ৭৫ শতাংশ লভ্যাংশ দেবে কোহিনূর কেমিক্যাল
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ২১ কোটি ৪১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংকের ২১ কোটি ৪১ লাখ টাকা, রবি আজিয়াটার ১৫ কোটি ২৩ লাখ টাকা, খান ব্রাদার্সের ১১ কোটি ৯৬ লাখ টাকা, সোনালী পেপারের ১১ কোটি ৬৭ লাখ টাকা এবং ডমিনেজ স্টিলের ১০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে নাহি এ্যালুমিনিয়ামের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক ৯৫ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৫৭ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক