টানা তিন দিন বন্ধ থাকছে পুঁজিবাজার
শুভ বড়দিন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে। বড়দিনের ছুটির সঙ্গে পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিন বন্ধ থাকছে দেশের শেয়ারবাজার।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বড়দিন উপলক্ষে দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক এবং ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকবে। দেশের সরকারি ক্যালেন্ডার অনুযায়ী দিনটি সাধারণ ছুটি হওয়ায় পুঁজিবাজারেও কোনো লেনদেন হবে না। একই সঙ্গে বিএসইসি-র দাপ্তরিক কার্যক্রমও এদিন বন্ধ থাকবে।
বৃহস্পতিবার বড়দিনের ছুটির পর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি। ফলে টানা তিন দিন বিরতির পর আগামী রোববার (২৮ ডিসেম্বর) থেকে যথানিয়মে পুঁজিবাজারে লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
উল্লেখ্য, যিশু খ্রিস্টের জন্মদিন ও শুভ বড়দিন উদ্যাপন উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নানা উৎসব ও অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

নিজস্ব প্রতিবেদক