ডিএসইতে ৬১ শতাংশ কোম্পানির দর উত্থান
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমে আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ৪৭৬ কোটি টাকায় চলে এসেছে। এদিন লেনদেনে অংশ নেওয়া ৬১ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। এদিন উত্থান হয়েছে ডিএসইর সব ধরনের সূচকের। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৯ দশমিক ৮২ পয়েন্ট। আগের কর্মদিবস বুধবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে।
ডিএসইতে শেয়ার কেনার চাপে আজ লেনদেন শুরুর প্রথম ১৬ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় ২৭ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান গতি কমে আসে। লেনদেন শুরুর প্রথম ৩৪ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৪ পয়েন্ট। সেই উত্থান গতি পরে বাড়ে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের উত্থান হয় ২৯ দশমিক ৮২ পয়েন্ট। সূচকটি বেড়ে দিন শেষে দাঁড়ায় পাঁচ হাজার ১২২ দশমিক ২২ পয়েন্টে। ডিএসইএস সূচক সাত দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮২ দশমিক ৬৩ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক চার দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৮৭ দশমিক ৭৫ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৪৭৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বুধবার লেনদেন হয়েছিল ৫০৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯৯ হাজার ৫৪৭ কোটি ১১ লাখ টাকা। গতকাল বুধবার মূলধন ছিল ছয় লাখ ৯৭ হাজার ৮২৯ কোটি ৬৮ লাখ টাকা। এদিন লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৪১টির, কমেছে ৮১টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৭২টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ৩১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্সের ২৬ কোটি ১০ লাখ টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৬ কোটি ৪৩ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ১৩ কোটি ১৯ লাখ টাকা, সী পার্ল বিচের ১০ কোটি ১৯ লাখ টাকা, সিমটেক্সের ৯ কোটি ২৪ লাখ টাকা, ডমিনেজ স্টিলের সাত কোটি ৯৮ লাখ টাকা, সোনালী পেপারের সাত কোটি ৮৯ লাখ টাকা এবং লাভেলো আইসক্রিমের সাত কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির দর কমেছে চার দশমিক ৪৮ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৩ দশমিক ৭১ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক