ডিএসইতে কমেছে সূচকসহ লেনদেন, বেড়েছে মূলধন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচকের পতনে শেষ হয়েছে আজ বৃহস্পতিবারের (১৮ ডিসেম্বর) লেনদেন। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২২ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া ৬৫ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। লেনদেন কমে দাঁড়িয়েছে ৩০৩ কোটি টাকায়। গতকাল বুধবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে।
আজ লেনদেন শুরুর প্রথম ২২ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৪ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি পতনে ফিরে। এদিন লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের পতন হয় ২২ দশমিক ৪৯ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় চার হাজার ৮৩১ দশমিক ৪১ পয়েন্টে। ডিএসইএস সূচক সাত দশমিক আট পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার দশমিক ৮১ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৯ দশমিক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৫৯ দশমিক ৮৫ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৩০৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বুধবার লেনদেন হয়েছিল ৩৭৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৫ হাজার ৮৬৬ কোটি ৫৮ লাখ টাকা। গত বুধবার মূলধন ছিল ছয় লাখ ৭৫ হাজার ৪১৩ কোটি ৯৪ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ২৫৪টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬৮টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে মুন্নু ফেব্রিক্সের শেয়ার। কোম্পানিটির আট কোটি ২১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে খান ব্রাদার্সের আট কোটি ১৩ লাখ টাকা, সিমটেক্সের সাত কোটি ৭০ লাখ টাকা, ফাইন ফুডসের সাত কোটি ৩৫ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের সাত কোটি ২১ লাখ টাকা এবং ডমিনেজ স্টিলের সাত কোটি তিন লাখ টাকার শেয়ার। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে আরএসআরএম স্টিলের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ছয় দশমিক ৭৭ শতাংশ। অন্যদিক দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বিডি থাই ফুডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে পাঁচ দশমিক ৮৮ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক